শয়তানের ত্রিকোন : বারমোডা ট্রায়াঙ্গেল
সৃষ্টির আদিকাল হতে আজ পর্যন্ত এই পর্যন্ত এই পৃথিবী একের পর এক রহস্যের জন্ম দিয়েছে ৷ তার মধ্যে কিছু রহস্যের সত্যতা উধঘাটন হয়েছে আবার অনেক রহস্য রহস্যই থেকে গিয়েছে ৷ অনেক বৈজ্ঞানিক গবেষণাও এখন পর্যন্ত এসব রহস্যের সত্যতা বের করতে পারেনি ৷ আজকের আর্টিকেলে আমরা একটি রহস্যময় জায়গা নিয়ে আলোচনা করব যার নাম অামরা সবাই কমবেশি শুনেছি ৷ বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভূজ নামেও পরিচিত, আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখান বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ায় কথা বলা হয়। অনেকে মনে করেন ঐ সকল অন্তর্ধানের কারণ নিছক দূর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দূর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হল কোন অতিপ্রকৃতিক কোন শক্তি বা ভিনগ্রহের কোন প্রাণীর উপস্থিতি। তবে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য রয়েছে যে , যেসব দূর্ঘটনার উপর ভিত্তি করে বারমুডা ট্রায়াঙ্গেলকে চিহ্নিত করা হয়েছে তার বেশ কিছু ভুল, কিছু লেখক দ্বারা অতিরঞ্জিত হয়েছে এমনকি কিছু দূর্ঘটনার সাথে অন্যান্য অঞ্চলের দূর্ঘটনার কোনই পার্থক্যই নেই ৷ রহস্যময় এই স্থানটির অবস্...